পনেরো বছর আগে বাংলাদেশ টেলিভিশনের জন্য ‘শুধু তুমি’ নামের একটি
নাটকে অভিনয় করেছিলেন আমিন খান। নাটকটিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন
মৌসুমী। এরপর আর কখনোই তাকে কোনো নাটক কিংবা টেলিফিল্মে অভিনয় করতে দেখা
যায়নি। পনেরো বছর পর আবার ছোট পর্দার জন্য অভিনয় করলেন এই নায়ক। ‘ভূ চিত্র’
নামের একটি টেলিফিল্মে অভিনয় করেছেন তিনি। টেলিফিল্মটির গল্প রচনা ও
পরিচালনা করেছেন সঞ্জয় বড়ুয়া। গত সপ্তাহে টেলিফিল্মটির শুটিং সম্পন্ন
হয়েছে। শেয়ারবাজারে ধসের কারণে সাধারণ মানুষের জীবনে কেমন প্রভাব পড়ে তারই
উপর উপজীব্য করে টেলিফিল্মটির গল্প এগিয়ে যায়। টেলিফিল্মটিতে আমিন খানের
বিপরীতে অভিনয় করেছেন বিন্দু। দীর্ঘদিন পর ছোট পর্দায় কাজ করা প্রসঙ্গে
আমিন খান বলেন, ‘আমি চলচ্চিত্রেরই একজন শিল্পী। পনেরা বছর আগে একটি নাটকে
অভিনয় করেছিলাম। শেয়ারবাজারে ধসের কারণে সাধারণ মানুষের জীবনে অনেক দুর্দশা
নেমে আসে। শেয়ারবাজারের চক্রান্তকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে নীরব
প্রতিবাদের ভাষা স্বরূপই এই টেলিফিল্মটি নির্মিত হয়েছে। জীবনঘনিষ্ঠ এই
কাজটি করতে আমার খুবই ভালো লেগেছে।’ আমিন খান ও বিন্দু ছাড়া এতে আরও অভিনয়
করেছেন শর্মিলী আহমেদ, শাহরিয়ার শুভ।
Monday, January 23, 2012
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment