বলিউডে
রীতিমতো তোলপাড় তুলেছে খবরটি। মুম্বাইয়ের এক হোটেলে সঞ্জয় দত্তের দেওয়া
পার্টিতে উপস্থিত হয়ে ফারাহ খানের স্বামী সিরিশ কুন্দার গায়ে হাত তুলেছেন
শাহরুখ খান। ফিল্মফেয়ার অনুষ্ঠান শেষ করে সোমবার ভোর সাড়ে চারটার দিকে
তিনজন দেহরক্ষীসহ সঞ্জয় দত্তের দেওয়া পার্টিতে পৌঁছেন শাহরুখ। সেখানে
পৌঁছেই তিনি সিরিশ কুন্দারের দিকে তেড়ে যান এবং তাঁর চুল ধরে মাটিতে ফেলে
দেন। মারমুখো শাহরুখের এ কাণ্ডের খবর জানিয়েছে টিএনএন।
প্রত্যক্ষদর্শীর বরাতে টিএনএন জানিয়েছে, হাজির হওয়ার পর শাহরুখ খান পরিচালক
সিরিশের দিকে তেড়ে যান। এরপর তাঁকে চুল ধরে ফেলে দেন। এ সময় বাবা দেওয়ান
ঘটনার সুরাহায় এগিয়ে এলে তাঁর সঙ্গেও বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন শাহরুখ। শেষে
সঞ্জয় দত্ত এসে সরিয়ে নিয়ে যান শাহরুখ খানকে। এর পর কুন্দারও অনুষ্ঠান
ছেড়ে যান। এ সময় অবশ্য ফারাহ খান উপস্থিত ছিলেন না। তিনি বাইরে শুটিংয়ে
ব্যস্ত ছিলেন।
বলিউডের টিনসেলে ভদ্রলোক হিসেবেই খ্যাতি রয়েছে শাহরুখ খানের। অথচ শাহরুখের
হঠাত্ এমন মারমুখো হওয়ার কারণ কী? কানাঘুষা হচ্ছে, শাহরুখ-প্রিয়াঙ্কাকে
জড়িয়ে কোনো কথা হয়তো বলে থাকবেন সিরিশ কুন্দার। কিন্তু কুন্দারের পক্ষ থেকে
তা অস্বীকার করা হচ্ছে। শাহরুখের রা ডট ওয়ান ছবিটি নিয়ে টুইটারে শাহরুখের
অপছন্দের টুইটও করেছিলেন কুন্দার। সে রাগেও হয়তো কুন্দারকে অনুষ্ঠানে দেখেই
আরও রেগে তেড়ে গিয়েছিলেন তিনি! তবে কেউ বিষয়টি নিয়ে স্পষ্ট করে কিছু বলছেন
না।
সে ক্ষেত্রে কারণটি ঠিক কী হতে পারে? সব ঘটনা জেনে এর একটি উত্তর দিয়েছেন
নির্মাতা সিরিশ কুন্দারের স্ত্রী প্রখ্যাত কোরিওগ্রাফার ফারাহ খান। তিনি
জানিয়েছেন, ‘শাহরুখ আমার ভালো বন্ধু। সে আমাকে একসময় বলত, সমস্যা সমাধানের
ক্ষেত্রে সবচেয়ে বাজে ব্যাপার হচ্ছে, গায়ে হাত তোলা। আর শেষ পর্যন্ত সেই
কিনা এটা করে বসল!’
এদিকে মারামারির সময় শাহরুখের পক্ষ নিয়েছেন সঞ্জয় দত্ত—এমন খবরও চাউর
হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে সঞ্জয় বলেছেন, ‘আমি মারামারিটা ঠেকিয়েছি
মাত্র।’
- Featured Post 1 with Small Thumbnail
- Featured Post 2 with Small Thumbnail
- Featured Post 3 with Small Thumbnail
- Featured Post 4 with Small Thumbnail
Title Featured Post 1
Etiam augue pede, molestie eget, rhoncus at, convallis ut, eros...More
Title Featured Post 2
Aliquam sit amet felis. Mauris semper, velit semper laoreet dictum, quam diam dictum urna, nec placerat elit nisl in quam...More
Title Featured Post 3
Etiam augue pede, molestie eget, rhoncus at, convallis ut, eros...More
Title Featured Post 4
Aliquam sit amet felis. Mauris semper, velit semper laoreet dictum, quam diam dictum urna, nec placerat elit nisl in quam...More
Monday, January 30, 2012
model boy novel
ঋতুটা বসন্ত, আর এই ঋতুতে সুন্দর আবহাওয়া উপভোগের সঙ্গে ধুলোবালুর
বিড়ম্বনাও সহ্য করতে হয়। ধুলোবালুর কারণে ত্বকে বেশ কিছু ধরনের সমস্যা হয়।
তার মধ্যে ব্ল্যাক হেডস অন্যতম। ছেলে কিংবা মেয়ে উভয়েরই নাকের ত্বকে
ব্ল্যাক হেডস হতে পারে। ব্ল্যাক হেডস হলে নাকের ত্বকে কালো গুঁড়ি গুঁড়ি ছোপ
পড়ে। ত্বকের উজ্জ্বলতা অনেকখানি কমে যায়। আর প্রথম থেকে ব্ল্যাক হেডস দূর
করার ব্যাপারে সচেতন না হলে নাকের ওপরের অংশ থেকে সারা ত্বকে ছড়িয়ে যেতে
পারে।
হেয়ারোবিকস ব্রাইডালের স্বত্বাধিকারী রূপবিশেষজ্ঞ তানজিমা শারমিন বলেন, যেকোনো বয়সে ধুলোবালুর কারণে ব্ল্যাক হেডস হতে পারে। কৈশোর ও প্রৌঢ় বয়সে ব্ল্যাক হেডসের সমস্যা বেশি দেখা যায়। মূলত মুখ ভালোভাবে পরিষ্কার না করলে ব্ল্যাক হেডস হয়। ধুলোবালু ও ত্বকের মৃত কোষ জমে রোমকূপ বন্ধ হয়ে এ সমস্যা হয়। প্রথমে অনেকেই এই হালকা কালো ছোপ ছোপ দাগকে গুরুত্ব দেয় না। শুরুর দিকে ব্ল্যাক হেডসের ছিদ্র কম থাকে। সময়মতো যত্ন না নিলে এই দাগ সারা মুখে ছড়িয়ে যায়। সারা মুখে ছড়িয়ে পড়লে যতই তুলে ফেলা হোক না কেন, আবার দ্রুত সারা মুখে ছড়িয়ে যায়।
তবে এতে ভয় পাওয়ার কারণ নেই। ব্ল্যাক হেডস প্রতিরোধের কথাও বলেছেন এই রূপবিশেষজ্ঞ। সবচেয়ে সহজ উপায় হলো, ঘরে কয়েক ধরনের প্যাক তৈরি করে ব্যবহার করা। পরিমাণমতো লেবুর রস, মধু, কর্ন ফ্লাওয়ার, ভিনেগার ও চিনি মিশিয়ে একটা প্যাক তৈরি করে মুখ, বিশেষ করে নাকের চারপাশের অংশ ম্যাসাজ করা যেতে পারে। আবার দুই চা-চামচ ডিমের সাদা অংশ, চন্দনের গুঁড়া, কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে প্যাক তৈরি করে এই পদ্ধতিতে ম্যাসাজ করা যেতে পারে। প্রতিদিন দুবার এই প্যাক ব্যবহার করলে ব্ল্যাক হেডস অনেকাংশে কমে যায়। চাইলে প্যাক তৈরি করে ফ্রিজে রেখে ব্যবহার করা যায়। প্যাক ব্যবহার শেষে মুখ ভালো করে ধুয়ে নাকের পাশে বরফ দিয়ে ঘষে নিলে ভালো হয়। যার ব্ল্যাক হেডসের প্রকোপ বেশি, সে চাইলে পার্লারে গিয়ে ১০ মিনিট ফেসিয়াল কিংবা রেগুলার ফেসিয়াল করতে পারে। এই ফেসিয়াল মাসে তিনবার পর্যন্ত করা যায়। এতে ত্বকের কোনো ক্ষতি হয় না। তবে খাওয়াদাওয়ার দিকে বিশেষ যত্নবান হওয়ার কথা বলেন বিউটিশিয়ান। খেতে হবে প্রচুর ফল আর পানি। এতে ব্ল্যাক হেডস কমে যাবে, ত্বক হবে সুন্দর আর আকর্ষণীয়।
ইমেজঃ নোবেলের ত্বকে ব্ল্যাক হেডস নেই, সময়মতো যত্ন নিলে আপনিও পেতে পারেন এমন সুস্থ ত্বক।
সূত্র: দৈনিক প্রথম আলো, মার্চ ০১, ২০১১
হেয়ারোবিকস ব্রাইডালের স্বত্বাধিকারী রূপবিশেষজ্ঞ তানজিমা শারমিন বলেন, যেকোনো বয়সে ধুলোবালুর কারণে ব্ল্যাক হেডস হতে পারে। কৈশোর ও প্রৌঢ় বয়সে ব্ল্যাক হেডসের সমস্যা বেশি দেখা যায়। মূলত মুখ ভালোভাবে পরিষ্কার না করলে ব্ল্যাক হেডস হয়। ধুলোবালু ও ত্বকের মৃত কোষ জমে রোমকূপ বন্ধ হয়ে এ সমস্যা হয়। প্রথমে অনেকেই এই হালকা কালো ছোপ ছোপ দাগকে গুরুত্ব দেয় না। শুরুর দিকে ব্ল্যাক হেডসের ছিদ্র কম থাকে। সময়মতো যত্ন না নিলে এই দাগ সারা মুখে ছড়িয়ে যায়। সারা মুখে ছড়িয়ে পড়লে যতই তুলে ফেলা হোক না কেন, আবার দ্রুত সারা মুখে ছড়িয়ে যায়।
তবে এতে ভয় পাওয়ার কারণ নেই। ব্ল্যাক হেডস প্রতিরোধের কথাও বলেছেন এই রূপবিশেষজ্ঞ। সবচেয়ে সহজ উপায় হলো, ঘরে কয়েক ধরনের প্যাক তৈরি করে ব্যবহার করা। পরিমাণমতো লেবুর রস, মধু, কর্ন ফ্লাওয়ার, ভিনেগার ও চিনি মিশিয়ে একটা প্যাক তৈরি করে মুখ, বিশেষ করে নাকের চারপাশের অংশ ম্যাসাজ করা যেতে পারে। আবার দুই চা-চামচ ডিমের সাদা অংশ, চন্দনের গুঁড়া, কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে প্যাক তৈরি করে এই পদ্ধতিতে ম্যাসাজ করা যেতে পারে। প্রতিদিন দুবার এই প্যাক ব্যবহার করলে ব্ল্যাক হেডস অনেকাংশে কমে যায়। চাইলে প্যাক তৈরি করে ফ্রিজে রেখে ব্যবহার করা যায়। প্যাক ব্যবহার শেষে মুখ ভালো করে ধুয়ে নাকের পাশে বরফ দিয়ে ঘষে নিলে ভালো হয়। যার ব্ল্যাক হেডসের প্রকোপ বেশি, সে চাইলে পার্লারে গিয়ে ১০ মিনিট ফেসিয়াল কিংবা রেগুলার ফেসিয়াল করতে পারে। এই ফেসিয়াল মাসে তিনবার পর্যন্ত করা যায়। এতে ত্বকের কোনো ক্ষতি হয় না। তবে খাওয়াদাওয়ার দিকে বিশেষ যত্নবান হওয়ার কথা বলেন বিউটিশিয়ান। খেতে হবে প্রচুর ফল আর পানি। এতে ব্ল্যাক হেডস কমে যাবে, ত্বক হবে সুন্দর আর আকর্ষণীয়।
ইমেজঃ নোবেলের ত্বকে ব্ল্যাক হেডস নেই, সময়মতো যত্ন নিলে আপনিও পেতে পারেন এমন সুস্থ ত্বক।
সূত্র: দৈনিক প্রথম আলো, মার্চ ০১, ২০১১
Monday, January 23, 2012
amir khan bangla actor
পনেরো বছর আগে বাংলাদেশ টেলিভিশনের জন্য ‘শুধু তুমি’ নামের একটি
নাটকে অভিনয় করেছিলেন আমিন খান। নাটকটিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন
মৌসুমী। এরপর আর কখনোই তাকে কোনো নাটক কিংবা টেলিফিল্মে অভিনয় করতে দেখা
যায়নি। পনেরো বছর পর আবার ছোট পর্দার জন্য অভিনয় করলেন এই নায়ক। ‘ভূ চিত্র’
নামের একটি টেলিফিল্মে অভিনয় করেছেন তিনি। টেলিফিল্মটির গল্প রচনা ও
পরিচালনা করেছেন সঞ্জয় বড়ুয়া। গত সপ্তাহে টেলিফিল্মটির শুটিং সম্পন্ন
হয়েছে। শেয়ারবাজারে ধসের কারণে সাধারণ মানুষের জীবনে কেমন প্রভাব পড়ে তারই
উপর উপজীব্য করে টেলিফিল্মটির গল্প এগিয়ে যায়। টেলিফিল্মটিতে আমিন খানের
বিপরীতে অভিনয় করেছেন বিন্দু। দীর্ঘদিন পর ছোট পর্দায় কাজ করা প্রসঙ্গে
আমিন খান বলেন, ‘আমি চলচ্চিত্রেরই একজন শিল্পী। পনেরা বছর আগে একটি নাটকে
অভিনয় করেছিলাম। শেয়ারবাজারে ধসের কারণে সাধারণ মানুষের জীবনে অনেক দুর্দশা
নেমে আসে। শেয়ারবাজারের চক্রান্তকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে নীরব
প্রতিবাদের ভাষা স্বরূপই এই টেলিফিল্মটি নির্মিত হয়েছে। জীবনঘনিষ্ঠ এই
কাজটি করতে আমার খুবই ভালো লেগেছে।’ আমিন খান ও বিন্দু ছাড়া এতে আরও অভিনয়
করেছেন শর্মিলী আহমেদ, শাহরিয়ার শুভ।
bangla actor rajjak আজ নায়করাজের ৭০তম জন্মদিন
দেশীয় চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি নায়করাজ রাজ্জাক সত্তর বছর পূর্ণ
করলেন আজ। নায়করাজের সত্তর বছর পূর্তি এবং ৭১ বছরে পদার্পণ উপলক্ষে আজ
সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে গুলশানে তার বাসভবন লক্ষ্মীকুঞ্জে এক ঘরোয়া
উত্সবের আয়োজন করা হয়েছে। এখানে নায়করাজের প্রিয় কর্মস্থল চলচ্চিত্রের
কাছের মানুষ উপস্থিত থাকবেন। পুরো অনুষ্ঠানটি তত্ত্বাবধান করবেন নায়করাজ
পরিবার। ৭০তম জন্মদিনের অনুভূতি জানাতে গিয়ে নায়করাজ বলেন, ‘মাত্র বাইশ বছর
বয়স থেকে আমি পুরোদমে সংসারের হাল ধরি। চলচ্চিত্রে কাজ শুরু করি। তারপর
থেকে এখন পর্যন্ত আল্লাহ আমাকে বেশ ভালো রেখেছেন। এজন্য মহান আল্লাহতায়ালার
কাছে আমি কৃতজ্ঞ। কৃতজ্ঞ দেশবাসীর কাছেও, যারা এখনও আমার ছবি দেখার জন্য
প্রেক্ষাগৃহে যান। কৃতজ্ঞ আমার পরিবারের প্রত্যেক সদস্যের কাছে, যারা আমাকে
সব সময় আগলে রাখেন। আমি দেশবাসীর কাছে, আমার পরিবারের কাছে, আমার
চলচ্চিত্র পরিবারের কাছে দোয়া চাই, যেন আমি সুস্থ থাকতে পারি, আরও ভালো
কিছু কাজ করে যেতে পারি।’
বিনোদন
Saturday, January 21, 2012
ইদানীং মোনালিসা bangla model
বিনোদন সারাদিন
ইদানীং মোনালিসা
আলমগীর কবির
নৃত্যের পাশাপাশি মডেলিং ও অভিনয়
করে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন মোনালিসা। তবে ক্যারিয়ারের এ
পর্যায়ে এসে তিনি সিদ্ধান্ত নিয়েছেন কোনো একটি টিভি চ্যানেলে নিয়মিত
নাচের একটি অনুষ্ঠান করবেন। অনুষ্ঠানটির পরিকল্পনা এরই মধ্যে অনেক দূর
এগিয়েছে বলে জানালেন মোনালিসা। শুধু তাই নয়, মোনালিসা নিজেই এ অনুষ্ঠানের
সঞ্চালনা ও পরিচালনাতেও থাকবেন বলে জানালেন তিনি। মোনালিসা বলেন, আমি
মডেলিং ও অভিনয়ের মাধ্যমে পরিচিতি পেলেও নাচের প্রতি আমার সব সময়ই অন্য
রকম ভালোবাসা আছে। কারণ মডেলিং আর অভিনয়ে আসার আগে থেকেই আমি নৃত্যশিল্পী
ছিলাম। অনেক দিন ধরেই মডেলিং ও অভিনয়ের বাইরে নতুন কিছু করার পরিকল্পনা
মাথায় ঘুরছিল। এই পরিকল্পনাগুলো এবার বাস্তবায়ন করতে চাই। মোনালিসা আরো
বলেন, একাধিক টিভি চ্যানেলের সাথে এ নিয়ে আমার কথা হয়েছে। আশা করছি
দুই-এক মাসের মধ্যেই আমি নাচের অনুষ্ঠানটির কাজ শুরু করতে পারব।’ এ দিকে
মোস্তফা কামাল রাজের দ্বিতীয় চলচ্চিত্রে প্রথমবারের মতো বড় পর্দায় কাজ
করবেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ফেব্রুয়ারির মাঝামাঝিতে এর কাজ শুরু
হবে। এর মধ্যে আমার চরিত্রের অংশগুলো বেশ ভালো করে পড়েছি। অনেক সুন্দর
একটি চরিত্র। আশা করছি এটি দর্শক ভালোভাবেই নেবেন। তবে এর বিষয়বস' আগে
থেকে শেয়ার করা নিষেধ থাকায় বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।’দুবাই যাচ্ছেন সারিকা
দুবাই যাচ্ছেন সারিকা। কোনো ব্যক্তিগত সফরে নয়। নাটকের জন্যেই তার এই
দুবাই যাওয়া। মার্চের প্রথম সপ্তাহে দুবাইয়ে যেতে পারেন সারিকা। নাট্যকার
পরিচালক শামিমুল ইসলাম শামিমের তিনটি নাটকের কাজ হবে দুবাইতে। নাটকগুলিতে
অভিনয় করবেন সারিকা। তার সঙ্গে দুবাই আরও যাচ্ছেন সজল ও আ খ ম হাসান।
পরিচালক শামিম জানান, ব্যয়বহুল ভাবেই তিনটি নাটকের চিত্রায়ণ হবে দুবাইতে।
তিনটি ভিন্ন ভিন্ন আকর্ষণীয় গল্পের নাটকের পাত্রপাত্রি থাকবেন একই। শামিম
আশা করছেন, তিনটি নাটকই ভালো প্রযোজনা হিসেবে দর্শকের কাছে জনপ্রিয়তা পাবে।
অন্যদিকে, দুবাই যাওয়া প্রসঙ্গে সারিকা বলেন, ভালো কাজের জন্য আমি যে কোনো
জায়গায় যেতে রাজি। হোকনা যতই প্রতিকুল পরিবেশ। আশা করি দুবাইতে আমরা অনেক
আনন্দ নিয়ে কাজগুলো শেষ করতে পারবো।’
বিনোদন
bangla model প্রেমে মজেছেন তাহসিন
প্রেমে মজেছেন তাহসিন
আর হোসেন
টিভি নাটকের উঠতি নায়িকাদের কেউ কেউ কখন যে কী করে বসে তার কোনো ঠিক
নেই। একজন শিডিউল ফাঁসাল তো অন্যজন কোনো নির্মাতার প্রেমে মজে গেল। আর
তাদের এই কর্মকাণ্ড শুধুই আলোচনায় আসার জন্য। এবার তেমনি পথে হাঁটলেন উঠতি
টিভি নায়িকা তাহসিন। তিনি প্রেমে মজেছেন আরেক উঠতি নির্মাতা ওয়াহিদ আনামের।
এরই মধ্যে তাহসিন এই নির্মাতার একটি টেলিফিল্মেও কাজ করেছেন। এর শুটিংয়েও
তারা কাজের বাইরে বেশ মধুর কিছু সময় কাটিয়েছেন বলে জানা গেছে। তাহসিনের এক
ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তাহসিন এখন প্রেমকে পুঁজি করে নিজেকে আলোচনায় আনতে
চাইছেন। কারণ, তিনি নাকি পর্যবেক্ষণ করে দেখেছেন যে, কাজ করে যতটা না
পরিচিতি তৈরি হয়, তার চেয়ে বেশি পরিচিতি আসে কোনো নির্মাতা বা অভিনেতার
সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ালে। কারণ নাটকের নিউজের চেয়ে পাঠক নাকি তারকার
ব্যক্তিগত খবর জানতেই বেশি আগ্রহী। এ কারণে তিনি এবার প্রেমে মজলেন।
বিনোদন
Subscribe to:
Posts (Atom)